Wednesday, May 20, 2015

KG Class Bangla

  KG Class Bangla

 

সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ‍ও শুভেচ্ছা।

 

 আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বর্তমান ডিজিটালাইজড পৃথিবীর প্রেক্ষাপটে বাংলাদেশও এর অভ্যন্তরে অন্তর্গত। তাই শিক্ষা সহ সকল ক্ষেত্রে ডিজিটাল এর ভাব ধারায় সব কিছুই সামনের দিকে ধাবিত হচ্ছে। দ্রুত বর্ধনশীল প্রতিযোগীতায় আপনার সন্তানের ভবিষ্যত চিন্তা করে আমরাও নিত্য নতুনভাবে বিভিন্ন ক্যারিকুলাম নিয়ে হাজির হয়ে থাকি। যাতে আপনার সন্তান কোন প্রতিযোগীতায় ব্যার্থতা লাভ না করে। সে লক্ষ্য নিয়েই আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানের লেখা-পড়ায় ব্যাসিক হাতে খড়ি দেওয়া। নিচের বিভিন্ন ধাপগুলো লক্ষ্য করুন-

১ম ধাপঃ

অ কার যোগে শব্দঃ

  বল,       কল,            মগ,            মই,            বই, 
বক,       ঘর,           অনল,         কলম,          কলস

 

 আ-া =কার যোগে ১০টি শব্দ লিখ:

**************
মা            মামা            খালা          নানা         পাকা

আতা            পান          পাতা       পাল           বাবা      

 

No comments:

Post a Comment