Monday, May 25, 2015

Scholarship (little flower bsl)

Little Flower Coaching Center- এর 
Little Flower bsl


সম্মানিত অভিভাবক, আমরা Little Flower bsl এর পক্ষ থেকে অতি আনন্দের সাথে বলতে চাই যে, আমাদের ব্যাসিক গঠনের ক্যারিকুলাম খুবই মজবুত। আমরা সব সময় চেষ্টা করছি আপনার সন্তানের লেখা পড়ার শুরুৃতেই যেন কোন প্রকার ফাকফোকর না থাকে। আমরা প্রলুব্দকর কথাবার্তায় বিশ্বাসী নই। কথা কম  কাজে বিশ্বাসী। 

এমন অনেক কোচিং সেন্টার আছে যারা শুধু নিজেদের ব্যবসার কথাই চিন্তা করে এবং কতিপয় গার্ডিয়ানকে নানা প্রলোভন দেখিয়ে তাদের হস্তগোচর করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। এ প্রসঙ্গে বলতে চাই মিষ্ট মিষ্ট কাথা আর প্রলোভনে না পরে আপনার সন্তানের অদুরো ভবিষ্যতের দিকে চেয়ে মুল শিক্ষার পাশাপাশি আপনারা সচেতন থাকবেন।

Little Flower কখনও বাড়িয়ে কথা বলেনা, কাউকে সন্তুস্ট করার জন্য বলেনা, তোষামদি করতে জানে না, অন্যায়কে পশ্রয় দেয় না, “যা পরে না বা জনে না” তা কখনও বলে না এটাই আমাদের অহংকার।


Little Flower bsl
আমাদের এই সুকন্যা সোনিয়া আলম মৌ একদম ছোট বেলা (প্লে-গ্রুপ) থেকেই  এই কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালকের কাছে পড়েছে। কোলে পিঠে করে মানুষ করেছে। আঞ্চলিকভাবে সে নানা বিষয়ে  পুরস্কার পেয়েছে এবং পেয়েছে জাতীয় পুরস্কারও। সে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালককে সবসময় “মা” বলেই জানে আর ওর নিজের মাকে “আম্মা” জানে।  সে ছিল অত্যন্ত বিনয়ী ও শান্ততার প্রতিটি পদক্ষেপই জানার কৌতুহল বেষ্টিত। 

সে যাই হোক তার অনেক গুনের কথা রয়েছে মোট কথা আমাদের কোচিং Little Flower bsl-এ পড়ে সে যা শিখত তা আর অন্য কোন টিচার কিংবা কোচিং এ শিখতে পারত না তাই যে যাই বলত সে এবং তার পিতা-মাতা কোন কথায় কান না দিয়ে শেষ মুহুর্ত পর্যন্ত নিরলসভাবে পড়ে তার কৃতিত্ব রেখে গেছে “সদর গার্লস স্কুলে ভর্তি টেস্টে এক চান্সে উত্তীর্ণ হয়েছে, ৩য় শ্রেণির প্রতিটি পরীক্ষায় ১ম হয়েছে এবং ২০০২ সালে ৫ম শ্রেণির সমাপনী পরিক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।বর্তমানে সে মেডিকেলে ৪র্থ বছরে পড়া শুনা করছে।
তার পড়া লেখার বায়োডাটা  -
  • প্লে-গুপ থেকে ২য় শ্রেণি-সবসময় প্রথম হয়েছে।
  • ৩য় শ্রেণির ভর্তি টেস্টে- এক চান্সে কৃতকার্য হয়েছে।
  • ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি- সব সময় সব ক্লাশে প্রথম হয়েছে।
  • ৫ম শ্রেণির সমাপণি পরিক্ষায়-ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
  • ৮ম শ্রেণিতে-ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
  • এস.এস.সি-তে- গোল্ডেন জি.পিি.এ ৫ পেয়েছে।
  • এইস.এস.সি-তে-গোল্ডেন জি.পি . এ ৫ পেয়েছে।
  • বর্তমানে মেডিকেল কলেজের ৪র্থ বছরে।
আমরা দাবীদার এমন কৃতিত্ব অর্জনের পিছনে আমাদের প্রতিষ্ঠান  Little Flower bsl এর ব্যাসিক গঠন ও ধারাবাহিক পাঠদান,পাঠ করিকল্পনা সহ যাবতীয় কারুকলামই যথার্থ ভূমিকা পালন করেছে। 

Little Flower bsl

Merit Rating


little flower bsl



Little Flower Bsl

   
Little Flower bsl



Little Flower bsl


Little Flower bsl
























Wednesday, May 20, 2015

KG Class Bangla

  KG Class Bangla

 

সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ‍ও শুভেচ্ছা।

 

 আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বর্তমান ডিজিটালাইজড পৃথিবীর প্রেক্ষাপটে বাংলাদেশও এর অভ্যন্তরে অন্তর্গত। তাই শিক্ষা সহ সকল ক্ষেত্রে ডিজিটাল এর ভাব ধারায় সব কিছুই সামনের দিকে ধাবিত হচ্ছে। দ্রুত বর্ধনশীল প্রতিযোগীতায় আপনার সন্তানের ভবিষ্যত চিন্তা করে আমরাও নিত্য নতুনভাবে বিভিন্ন ক্যারিকুলাম নিয়ে হাজির হয়ে থাকি। যাতে আপনার সন্তান কোন প্রতিযোগীতায় ব্যার্থতা লাভ না করে। সে লক্ষ্য নিয়েই আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানের লেখা-পড়ায় ব্যাসিক হাতে খড়ি দেওয়া। নিচের বিভিন্ন ধাপগুলো লক্ষ্য করুন-

১ম ধাপঃ

অ কার যোগে শব্দঃ

  বল,       কল,            মগ,            মই,            বই, 
বক,       ঘর,           অনল,         কলম,          কলস

 

 আ-া =কার যোগে ১০টি শব্দ লিখ:

**************
মা            মামা            খালা          নানা         পাকা

আতা            পান          পাতা       পাল           বাবা      

 

Play Group-1st Part (Bangla Oral)

মৌখিক ভাবে প্রতিনিয়ত শুদ্ধ উচ্চারণে নির্দিষ্ট সময়ের মধ্যে পড়িয়ে যেতে  হবে।




Monday, April 27, 2015

Nursery (নার্সারী)


২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতি

শুরু হতে যাচ্ছে ২য় সাময়িক পরীক্ষা তাই ভালোভাবে সঠিক নিয়মে ব্যসিকালী ছোট্ট শিক্ষার্থীদের অনেক চর্চার প্রয়োজন। আর এজন্য আমরা ভিন্ন ধর্মী আয়োজন করেছি।
>>>>>>>>>>>
আপনারা এ পেইজ থেকে নতুন নতুন সব তথ্য পাবেন এবং ছোট্ট শিক্র্খীদের শিখাতে পারবেন বিনা খরচায়।
>>>>>>>>>>>
উপকার করা মহত কাজ।আমরা কোন না কোন ভাবে উপকার করতে চাই, আপনারাও আমাদের সাথে থেকে এ কাজে অংশীদার হউন।
>>>>>>>>>>>
তাই আমাদের সাথে থাকতে লাইক দিয়ে রাখুন ও শেয়ার করুন যেন নিজের উপকার হয় ও অন্যরাও উপকার পায়। সকলে ভালো থাকুন। আপনাদের সেবায় আমরা নিয়োজিত, ধন্যবাদ।
>>>>>>>>>>>
যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন-
ফোন-০১৭১২০১৯১৭৪
ব্রাউন কম্পাউন্ড, বরিশাল।
 

ফেনপেইজ-www.facebook.com/littleflowerbsl

OO<><><><><><><><>OO<><><><><><><><>OO

বি:দ্র:

আপনার সোনামনিদের  শেখানোর জন্য  ২য় সাময়িকের সম্পূর্ণ সেট বাসায় নিয়ে করাতে পারেন।

এজন্য সামান্য সাবক্রিপশন ফি জমা দিয়ে বাংলাদেশসহ বিশ্বের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে পেতে অর্ডার দিতে পারেন। 

অর্ডার দেয়ার জন্য-

মোবাইল-০১৭১২০১৯১৭৪

ইমেইল-lfccenter23@gmail.com

সার্ভিস প্রদান করা হবে- কুরিয়ার সার্ভিস

 II<><><><><><><><><><><><><><><><><><><><><>II

 ১.
Little flower coaching center
২.
Little flower coaching center

  বি:দ্র:

আপনার সোনামনিদের  শেখানোর জন্য  ২য় সাময়িকের সম্পূর্ণ সেট বাসায় নিয়ে করাতে পারেন।

এজন্য সামান্য সাবক্রিপশন ফি জমা দিয়ে বাংলাদেশসহ বিশ্বের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে পেতে অর্ডার দিতে পারেন। 

অর্ডার দেয়ার জন্য-

মোবাইল-০১৭১২০১৯১৭৪

ইমেইল-lfccenter23@gmail.com

সার্ভিস প্রদান করা হবে- কুরিয়ার সার্ভিস 

৩. 

Little flower coaching center

৪.

Little flower coaching center

৫. 

Little flower coaching center

৬.

Little flower coaching center

৭.

Little flower coaching center


Monday, April 13, 2015

Play-Group প্লে-গ্রুপ ( গঠন মূলক হাতে খড়ি )


সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ‍ও শুভেচ্ছা।

 

 আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বর্তমান ডিজিটালাইজড পৃথিবীর প্রেক্ষাপটে বাংলাদেশও এর অভ্যন্তরে অন্তর্গত। তাই শিক্ষা সহ সকল ক্ষেত্রে ডিজিটাল এর ভাব ধারায় সব কিছুই সামনের দিকে ধাবিত হচ্ছে। দ্রুত বর্ধনশীল প্রতিযোগীতায় আপনার সন্তানের ভবিষ্যত চিন্তা করে আমরাও নিত্য নতুনভাবে বিভিন্ন ক্যারিকুলাম নিয়ে হাজির হয়ে থাকি। যাতে আপনার সন্তান কোন প্রতিযোগীতায় ব্যার্থতা লাভ না করে। সে লক্ষ্য নিয়েই আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানের লেখা-পড়ায় ব্যাসিক হাতে খড়ি দেওয়া। নিচের বিভিন্ন ধাপগুলো লক্ষ্য করুন-

১ম ধাপঃ

ইংরেজী-১ম অংশ

সম্মানিত অভিভাকগণ আপনার সন্তানের লেখা পড়ার শুরুটাই এখান থেকে। তাই খুব সর্তকতার সাথে প্রতিটি পদক্ষেপে আপনার সোনামনিকে নিয়ে সামনের দিকে এগোতে থাকবেন। প্রতিটি পদক্ষেপে রয়েছে ছোট থেকে বড় নানা রকম সমস্যা, বিরম্বনা, অশস্তি, ধৈর্য, বাক্য বিনিময় ইত্যাদি ইত্যাদি। 

 আমরা শিশুকে তার লেখাপড়ার ব্যাসিক গঠন করে থাকি যা থেকে দেশ, জাতি ও আপনি পাবেন একটি সু-গঠিত বৃক্ষ, যে ফুল, ফল, ছায়া সহ সবকিছু দান করবে। তাই এখানে কোন কার্পন্যতা নয় বরং ধারাবাহিক ধৈর্যসহকারে পাঠাভ্যাসে গঠিত করুন। 

আমরাই এক মাত্র শিশুর ধারাবাহিক লিখন, পঠন ও গঠন দিয়ে থাকি। সবকিছুই লিখে দেখানো সম্ভব নয়। হাতে-কলমে শিক্ষা সেই সাথে সাথে রয়েছে অনেক প্রাঞ্জল ও শ্রুতিমধুর বাক্য বিনিময় যা শিশুকে ব্যাসিক গঠনে সহায়তা করে।

আসুন আমরা দেখি ধারাবাহিক পাঠগুলো-




বাংলা - ১ম অংশ

গণিত - ১ম অংশ